ড. ফিজার আহমেদ

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ড. ফিজার আহমেদ-এর জন্ম নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামে। বাবা নূরুল ইসলাম ছিলেন স্থানীয় হাইস্কুলের গণিত শিক্ষক। মা ফৌজিয়া খানম গৃহিণী।

তিনি নওগাঁ জেলা স্কুল থেকে এসএসসি ও রাজশাহী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্নের পর সেখানেই সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ইউরোপীয় কমিশনের বৃত্তি নিয়ে হাঙ্গেরির করভিনাস ইউনিভার্সিটি অব বুদাপেস্ট থেকে বিজনেস ইনফরমেটিক্স-এ পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

ইউরোপীয় কমিশনের অর্থায়নে আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে বাস্তবায়নাধীন ‘ওয়াজিয়াপ’ নামক প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট অব থিংস ও ডেটা সাইন্স প্রযুক্তি ব্যবহার করে কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের কর্মসূচিতে তিন বছরের অধিক সময়ে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ড. আহমেদ এই প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ বিষয়ে সম্যক অভিজ্ঞতা অর্জন করেন, যা পরবর্তীতে নিজ দেশে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।

বই প্রকাশনায় ড. আহমেদ এই প্রথম হলেও তিনি সময়ের প্রয়োজনে লেখালিখির সাথে জড়িত স্কুলজীবন থেকেই। দেশি ও আন্তর্জাতিক জার্নালে তাঁর বেশ কিছু প্রকাশনা রয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের সাথে সংযুক্ত করে ২০৪১-এর উন্নত বাংলাদেশ বিণির্মাণে তিনি একজন নিবেদিত গবেষক এবং এদেশের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষাকে আকর্ষণীয় করতে এ ধরনের লেখালিখি চালিয়ে যেতে তিনি সংকল্পবদ্ধ।

Showing the single result

Shopping Cart
0
    0
    Your Cart
    Your cart is empty